নিজেস্ব প্রতিনিধি: আজ ২২ শে জানুয়ারী ২০২৫ বাফুফে অধীনে রাঙ্গামাটিতে আয়োজিত উন্নত প্রশিক্ষণের জন্য "বান্দরবানের অনুর্ধ-১৬ বালিকা দল"কে বিদায় জানিয়েছেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা এসোসিয়েশন এর আহবায়ক ও সাবেক মেয়র, বিএনপির সাধারণ সম্পাদক জনাব, মো: জাবেদ রেজা। উক্ত সময় আরো উপস্থিত ছিলেন ডি.এফ.এ-এর সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম মামুন ও টিমের কোচ সাই সাইনু মার্মা তোতে।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।