নিজেস্ব প্রতিনিধি:: খাগড়াছড়িতে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৭ এপ্রিল ) সকালে শহরে শাপলা চত্বর পৌরসভা ব্রিজ সংলগ্ন গণশৌচাগার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তানভীর হাসান জানান,ধারণা করা হচ্ছে ছেলে নবজাতকের বয়স একদিন হতে পারে। পৌরসভার ব্রীজের পাশে গণশৌচাগারের পাশে মৃত্য নবজাতককে কে বা কারা রেখে যায়। পরে তা উদ্ধার করা হয়েছে। বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে আইনি কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, সকালে পৌরসভার গণশৌচাগার পাশে চেঙ্গী নদীর পাড়ে ঝুপড়ি ঘরে এক মৃত্য শিশু পড়ে থাকে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে নবজাতকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
উল্লেখ যে, এর আগেও গতমাসে খাগড়াছড়ি মধুপুর বাজার হাসপাতাল সড়কের পাশের ব্রীজের নিচে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
তারিখ: ৭ এপ্রিল/২০২৪ইং
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।