নিজেস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ির পানছড়িতে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটসহ রাজীব চাকমা (৩৭) ও টিংকু চাকমা (৩০) নামে দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে পানছড়ি ইউপির কিনাচাঁনপাড়া এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজীব চাকমা (৩৭) পানছড়ির মধুরঞ্জন কার্বারী পাড়ার সুলেন্দ্র চাকমার ছেলে এবং টিংকু চাকমা জেলার দীঘিনালা উপজেলার কাঁলাচান মহাজনপাড়ার কালাময় চাকমার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ইউপির কিনাচাঁনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার চারশত আশি প্যাকেটে ভারতীয় সিগারেটসহ তাদের গ্রেফতার করা হয়েছে। সিগারেটের আনুমানিক মূল্য এক লক্ষ সাতাত্তর হাজার ছয়শত টাকা। একই সময় সিগারেট বহনকারী নাম্বার বিহীন একটি তিন চাকার মাহিন্দ্র গাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চার লক্ষ টাকা।
পুলিশের জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন ধরে চোরাকারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটককৃতরা।
পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমানে সবচেয়ে বড় হুমকি মাদক ও চোরাচালান। এটি দেশের অর্থনীতির চাকাকে স্থির করে দেয়। তাই এই ধরনের অপরাধ রোধে খাগড়াছড়ি জেলা পুলিশ সর্বদা সর্তক রয়েছে।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।