নিজেস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি মাটিরাঙ্গায় শফিউল্লাহ (৩৫) নামে এক মাদক/গাজা ব্যবসায়ীকে তিন কেজি গাঁজাসহ আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
শফিউল্লাহ উপজেলার করাল্যাছড়ি এলাকার নুরু সর্দার পাড়ার স্থানীয় শাহা আলমের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার( ২১ মে ) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা শান্তি পরিবহন কাউন্টার থেকে গাঁজাসহ তাকে আটক করা হয় ।
পুলিশ সূত্রে জানা যায়,শফিউল্লাহ কলা, আম ও কাঁঠালের বস্তায় করে অভিনব কায়দায় ঢাকায় মাদক/গাজা পাচারকালে গোপন সূত্রের ভিত্তিতে এস আই সাদ্দাম হোসেনে, এস আই মাসুদুর রহমান পাটোয়ারী ও এস আই বরকত ও এ এসআই কামরুল আরেফিন অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা শান্তি পরিবহন কাউন্টার হতে ৩কেজি গাঁজা সহ শফিউল্লাহকে আটক করে। একই সাথে তাহার নিকট রক্ষিত ঢাকা গামী,(মাটিরাঙ্গা -ঢাকা ) শান্তি পরিবহনের একটি টিকিট জব্দ করা হয়।
এ সময় পাচার কারীর সাথে দস্তা দস্তিতে এস আই সাদ্দাম হোসেন আহত হয়। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে আছেন তিনি।
ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা সর্বরাহ করে আসছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক শফি উল্লাহ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । পরবর্তী পদক্ষেপ গ্রহনে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন যে, মাদকের বিরুদ্ধে অপরাধ নিয়ন্ত্রনে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
Leave a Reply