নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চাকুরীচ্যুত মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ইসলামীক ফাউন্ডেশনের মডেল রিসোর্স সেন্টারের মডেল কেয়ার টেকার বেলাল হোসেনকে রহস্যজনক ভাবে (অদৃশ্য কারনে) ১মাসের মাথায় চাকুরীতে পুন:বহাল করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় লোকজন।
গত বৃহস্পতিবার (১৮মে) ইসলামীক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নায়েব আলী (যুগ্ন সচিব) স্বাক্ষরীত এক দপ্তর আদেশে তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেয়া হয়। সে সাথে তাকে মডেল কেয়ার টেকার পদে বহাল করার আদেশও প্রদান করে।
গত ১১আগষ্ট ২০২২ ইং মাটিরাঙ্গা উপজেলা মডেল রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার বেলাল হোসাইন এর বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের মাধ্যমে সত্যতা প্রমানিত হওয়ায় তাকে গত ১৬ এপ্রিল ২০২৩ ইং মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম এর উপ প্রকল্প পরিচালক (কার্যক্রম ও প্রশাসন) মুহাম্মদ রফিক উল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করেন।
জাতির জনকের হাতে গড়া ইসলামী ফাউন্ডেশনের মত আলোচিত একটি প্রতিষ্ঠানে একজন দুর্নীতিবাজকে চাকুরীতে পুন:বহাল করায় ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিভিন্ন কেন্দ্রের শিক্ষক ও এলাকার সুশীল জনেরা উদ্ভেগ প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করে তারা জানান, এতে করে দূর্নীতিবাজরা উৎসাহিত হবে। আর রাষ্ট্রের সকল কর্মকাণ্ডে পড়বে দুর্নীতির বড় প্রভাব।
মডেল কেয়ার টেকার বেলাল হোসেনকে চাকরিতে বহাল করে দুর্নীতিবাজদের উৎসাহিত ও সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে সধারন জনসাধারণ মন্তব্য করে জানান যে, সরকারের উচ্চ মহল থেকে নিরপেক্ষ তদন্ত করা হলে অভিযোগের সত্যতা প্রমাণিত হবে।
নিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতে ইতি পুর্বে রাঙ্গামাটি ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল হোসেনকে নিয়ে গঠিত তদন্ত কমিটি অদৃশ্য কারণে মনগড়া ত্রুটিপুর্ণ প্রতিবেদন দাখিল নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযুক্ত মডেল কেয়ার টেকার বেলাল হোসেনকে চাকরিতে পুন:বহালের ঘটনায় ভিন্ন কারণ আছে বলে মন্তব্য করছেন সাধারন মানুষ।
এ বিষয়ে রাঙ্গামাটি ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল হোসেনের মোবাইল বার বার স্থানীয় প্রতিনিধি রিং করলেও তিনি ফোন রিসিভ না করে কেটে দেয়।
ইসলামী ফাউন্ডেশনের খাগড়াছড়ি উপ-পরিচালক নাজমুস সাকিব বলেন, মডেল কেয়ারটেকার বেলাল হোসেন এর বিরুদ্ধে আনিত অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এবং চাকুরি হতে অব্যাহতি প্রত্যাহার বিষয়ক কোন দপ্তরাদেশ আমি পাইনি। এবিষয় আমি অবগত নই।
ইসলামী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নায়েব আলী (যুগ্ন সচিব) ওমরা হজ্ব পালনে সৌদি আরব থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অন্যদিকে-অব্যাহতি দেওয়ার পর আবারো বহাল হয়ে মাটিরাঙ্গা এলাকায় মডেল কেয়ারটেকার বেলাল হোসেন নানা অপপ্রচারসহ মিডিয়াকর্মীদের মামলায় জড়ানোর হুমকি দিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে। একই সাথে সাংবাদিকদের দেখে নেবে বলেও হুংক্কার দিচ্ছে বলে বিভিন্ন সূত্র জানা যায়।
Leave a Reply