নিজেস্ব প্রতিবেদক:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন এর অধীনস্থ ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কর্তৃক স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার(১৪ অক্টোবর) ২০২৩ সকালে নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে দুইটি মন্দিরকে আর্থিক সহায়তা প্রদানসহ একটি মসজিদ সংস্কার কাজের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। এ ছাড়া মাটিরাঙ্গা জোন এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বিভিন্ন বয়সী ৭৩০ জন স্থানীয় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
এ সময় মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি এবং জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিতীতে সাধারন লোকজন এর ব্যক্তিগত চিকিৎসা ও ঘর নির্মানের জন্য কিছু অস্বচ্ছল ব্যক্তির মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply