নিজেস্ব প্রতিনিধি:
২১ সেপ্টেম্বর ২০২৩ শনিবার গভীর রাতে খাগড়াছড়ি মাটিরাঙ্গা বাজার পুলিশ বক্সের সামনে থেকে আইয়ুব আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১১৫২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।
আইয়ুব আলী কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী ইউপির সুলতান মাহমুদের ছেলে। তিনি বর্তমানে খাগড়াছড়ির দীঘিনালা সদরে জসিমের বাড়ীতে ভাড়া থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময় মাদক বহন কাজে ব্যবহৃত রেজিঃ বিহীন মিনি একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক যথা সময়ে বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হবে।
মোবাইল: ০১৫১৮-৩৬৮৪৭৮।
তারিখ: ২২অক্টোবর/২০২৩ইং
Leave a Reply