নিজেস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার অন্তর্ভুক্ত আদর্শগ্রাম ও ইসলামপুর HNJ ও MRB দুই ইট ভাটায় বুধবার (৬ ডিসেম্বর ২০২৩) বিকেলে জ্বালানি হিসাবে কাঠ/লাকড়ি মজুদ রাখার অপরাধে অভিযান পরিচালনা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।
এ সময় কয়লার বদলে ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ/লাকড়ি মজুদ রাখার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে HNJ ব্রিক ফিল্ডের মালিককে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা এবং MRB ব্রিক ফিল্ডের ম্যানেজারকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
একই সাথে HNJ ব্রিক ফিল্ড থেকে আনুমানিক ৩,১১১ ঘনফুট (প্রায় ১,০০০ মণ) এবং MRB ব্রিক ফিল্ড হতে আনুমানিক ১৫,২৪৬ ঘনফুট (প্রায় ৫,০০০ মণ) জ্বালানী কাঠ জব্দ করে স্থানীয় কাউন্সিলরের জিম্মায় প্রদান করা হয়।
অভিযানে মাটিরাঙ্গা বনবিভাগের সহকারী রেঞ্জ অফিসার ও মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল সহায়তা করেছে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন,
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply