শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গভীর রাতে ডাকাতি
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
-
৩১
বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ড ১০ নং ইসলামপুর গভির রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে মাটিরাঙ্গা ২নং পৌর ওয়ার্ড ১০নং ইলামপুর এলকার মুরগী খামারি মঞ্জু ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।ভুক্তভোগী মঞ্জু স্থানীয় মসজিদ কমিটির ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব পালন করে আসছে। তিনি দাবি করে জানান, রাত ২টা থেকে ৩টার মধ্যে ৪ সদস্যের ডাকাত দল তার বসত ঘরের দরজার খিল ভেঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ডুকে হাত পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। ডাকাত দল নিজেরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলে এবং ভূক্ত ভোগীদের সাথে বাংলায় কথা বলে।
ভুক্তভোগী জানান ঘরে রক্ষিত নিজের ২৫ হাজার টাকা, এবং সামাজিক মসজিদের ৫০ হাজার টাকা, ১০ আনা স্বর্ণ, ৪টি মোবাইল ফোন সেট নিয়ে যায়। তবে ডাকাত দল ভুক্তভোগীদের একটি মোবাইল সিম ও মসজিদের ক্যাশের টাকা ৫০,০০০ হাজার এর কথা বলায় নগদ ৯০০ টাকা রেখে যায়। এ সময় ডাকাত দল ডাকাতির ঘটনা প্রশাসনকে জানালে ছেলে মেয়েকে অপহরণ করার হুমকি দিয়েছে বলে জানান তিনি।
ঘটনার বিষয়টি জানাজানি হলে বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শ করেছেন মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক ও খাগড়াছড়ি সদর অতিরিক্ত পুলিশ সুপার ও মাটিরাঙ্গা সার্কেল (অতিরিক্ত দায়িত্ব) তফিকুল আলম ।
এ সময় তিনি বলেন অপরাধীদের ধরতে গোয়েন্দা টিম কাজ করছে। দ্রুততম সময়ে তাদের আইনের আওতায় আনা হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক পার্বত্য ///
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Leave a Reply