নিজেস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ৩০ লিটার দেশীয় চোলাইমদ ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন,মাটিরাঙ্গা উপজেলা গোমতী এলাকার মোঃ আদম আলীর ছেলে মোঃ হেদায়েত (২৪) ও মাটিরাঙ্গা পৌরসভা নতুনপাড়ার জামাল হোসেনের ছেলে মোঃ মনির হোসেন (২৩)।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর২০২৩) সন্ধার দিকে মানিকছড়ির যোগ্যাছোলা এলাকা হতে তাদেরকে আটক করা হয়েছে রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা থেকে চট্রগ্রাম নেয়ার পথে ৩০ লিটার দেশীয় চোলাইমদ সহ মানিকছড়ির যোগ্যাছোলার গরমছড়ি হতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply