নিজেস্ব প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার আলুটিলা নামক পূর্ণবাসন এলাকায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ২০২৪ সকালের দিকে পূর্ণবাসন এলাকায় গোল্ডেন এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
স্হানীয়দের সুত্রে জানাযায়, সকালে পর্যটকবাহী বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। স্থানীয়দের ধারনা গাড়ীর চালক পাহাড়ে গাড়ী চালানো নতুন হওয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে তেমন গুরুতর ভাবে কেউ আহত হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, গোমতী গোল্ডেন পরিবহনের একটি বাস ৪০ জন পর্যটক নিয়ে ঢাকা থেকে সাজেকের উদ্দেশ্য রওনায় হয় বুধবার রাতে। বৃহস্পতিবার সকালে আলুটিলা পূর্ণবাসন এলাকায় এসে চালক গাড়ীটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে গাড়ীটি উল্টে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে এতে ১৫ যাত্রী আহত হন। আহত সকলকে উদ্ধার করে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের ১টি টিম পাঠানো হয়েছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনা হয়। গাড়ীতে পর্যটক যারা ছিলেন তাহাদের সনাক্ত করা হয় তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান, গুরুতর আহত হয়েছে ০৩ জন সকলকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।