নিজেস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড এলাকার টাউন হলের পিছন থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে মহালছড়ি থানা পুলিশ।
আটককৃতরা হলো, মোঃ রায়হান কবির (২৯),সে উপজেলার নার্সারী পাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
মোঃ আলতাফ হোসেন(৪০), সে উপজেলা পরিষদ কোয়াটার পাড়া এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর প্রধান সংবাদকে বলেন, এ জেলায় মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধী ও সকল অপরাধ কর্মকান্ড দমনের জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। জেলা পুলিশের প্রতিটি ইউনিটের দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ির সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।