ডেস্ক রিপট: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা আমতলীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ডিসেম্বর২০২৩) রাত আনুমানিক (১২.৩০) সাড়ে বারোটার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করাইল্যাছড়ি পুরান বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর। স্থারীয়দের বরাত দিয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকানের (২টি মুদি ও ১ টি চা দোকান) পুড়ে ছাই হয়ে যায়। রাত ১টা ১৫ দিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে স্থানীয়দের তর্থ্যমতে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জীবক কান্তি বড়ুয়া জানান,বিষয়টি আমি অবগত নই। কেউ আমাকে এ বিষয়ে জানান নাই।
Leave a Reply