নিজেন্ব প্রতিনিধি: ১০ মার্চ ২০২৫ সোমবার সকাল ১০ টার সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মাটিরাঙ্গা ইউনিটের ভারপাপ্ত স্টেশন অফিসার হারুন অর রশীদ এর নেতৃত্বে উপজেলা চত্বরে এ মহড়ার আয়োজন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমা, সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খাঁন, উপজেলা সহকারি প্রোগ্রামার আইসিটি রাজীব রায় চৌধুরী, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অংহ্লা মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো. রুহুল আমিন সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও গণমাধ্যম কর্মী।
Leave a Reply