নিজেস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় গাঁজাসহ মং সাথৈই মার্মা (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মং সাথৈই মার্মা গুইমারা সদর ইউনিয়নের ডিবি পাড়ার উগ্য মার্মার ছেলে।
শুক্রবার ২২মার্চ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মাটিরাঙ্গা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাহি হোটেলের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ মং সাথৈই মার্মাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।