খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ ২০২৫) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের পর্যটন মোটেলে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সামরিক-বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই মাহফিলকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয় বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
Leave a Reply