নিজেস্ব প্রতিনিধি:
নিরাপত্তা সংত্রুান্ত বিষয় নিয়ে মাটিরাঙ্গা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই অক্টোবর ২০২৩ মঙ্গলবার সকালে জোন সদর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি।
মাটিরাঙ্গা জোনের আওতায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সকলের পাশে আছে উল্লেখ করে জোন অধিনায়ক বলেন, যে কোন প্রতিকুল পরিবেশ মোকাবেলায় সব সময় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
সন্ত্রাসী তৎপরতা নির্মুলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান করেন তিনি।
এ সময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন,নপৌর মেয়র মো: সামছুল হক,উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ,ভাইস চেয়ারম্যান আনিছুজ্জামান ডালিম, অফিসার ইনচার্জ (ওসি) মাটিরাঙ্গা থানা মোঃ জাকারিয়া, প্রেসক্লাব মো: জাহাঙ্গীর আলমসহ মিডিয়া কর্মী, সামরিক ও বে-সামরিক কর্মকর্তা এবং জন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
মোবাইল: ০১৫১৮- ৩৬৮৪৭৮
তারিখ: ১৭ অক্টোবর/২০২৩ইং
Leave a Reply