নিজস্ব প্রতিনিধি: মো. মাসুদ রানা
আজ ০৭/১১/২০২২ ইং বিকাল ৩.৩০ ঘটিকার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব, এম হুমায়ুন মোর্শেদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমার সঞ্চালনায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মহিলা এমপি মিজ বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বাবু নিখিল কুমার চাকমা, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান বাবু মংসুইপ্রু চৌধুরী (অপু), খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, মো. শামছুল হক মেয়র মাটিরাঙ্গা পৌরসভা, মোহাম্মদ আলী মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জসহ জেলা- উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীগন।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।