নিজেস্ব প্রতিনিধি: মো: মাসুদ রানা
খাগড়াছড়ি জেলার গুইমারায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নিবার্হী অফিসার মোতাছেম বিল্যাহ।
বুধবার (৯ নভেম্বর ২০২২) সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরি মারমা, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেনসহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, ১দিন ব্যাপি এই ডিজিটাল মেলায় বিভিন্ন স্টল বসবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে সকলকে একত্রি হয়ে কাজ করতে হবে। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply