নিজস্ব প্রতিবেদক : মো. মাসুদ রানা
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার ৫ নং বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা সীমান্তে সরকারী কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমানের কাপড় আটক করেছে ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি খেদাছড়া জোন। আজ ৪ ঠা নভেম্বর শুক্রবার বেলা আনুমানিক ১২.০০ দিকে অযোধ্যা সিমান্তবর্তী এলাকা ধলিয়া ছড়া নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বিজিবি’র অধীনস্থ অযোধ্যা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আঃ রাজ্জাক এর নেতৃত্বে একটি সীমান্ত টহল দল মালিক বিহীন পরিত্যাকক্ত অবস্থায় রাস্তার পাশ্ববর্তী স্থান হইতে কাপড় গুলি গাইড বান্ডিং অবস্থায় জব্দ করা হয়েছে। জব্দকৃত কাপড়ের মধ্যে রয়েছে উপজাতিদের পোশাক থামি,ব্লাউজ ও লুঙ্গি । জব্দকৃত কাপড়ের বর্তমান বাজার মুল্য ৮০ হাজার টাকা।
অধিনায়ক লে.কর্নেল সোহেল আহমেদ পিএসসি ৪০ বিজিবি ব্যাটালিয়ন খেদাছড়া জোন। মোবাই ফোনের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে তৈরী জব্দকৃত কাপড় গুলো সরকারী কর ফাকি দিয়ে চোরাই পথে অযোধ্যা সীমান্তে ডুকে বাংলাদেশের বিভিন্ন কাপড়ে দোকান গুলিতে বিক্রি করার উদ্দেশ্য একটি সংঘবদ্ধ চক্র এই কাপড় গুলি সীমান্ত নিয়ে আসে। আমাদের টহল বাহিনীর উপস্থিতিটের পেয়ে কাপড় গুলি রেখে পালিয়ে যায়। কাপড় গুলি ব্যাটালিয়ন সদরে জমা রয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মো. মাসুদ রানা নিজেস্ব প্রতিবেদক,
জনতার কথার কলম
০১৫১৮-৩৬৮৪৭৮।
Leave a Reply