বর্ষা এলেই চট্টগ্রাম জলের নগরী রূপ ফুটে ওঠে প্রতি বছর। আমরা বিভিন্ন পত্রিকায়, চ্যানেলগুলোতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই, মাঝারিমাত্রার বৃষ্টিপাতেই নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। হাঁটু থেকে বুক সমান পানি উঠেছে বিভিন্ন স্থানে। বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কাও দেখা দিয়েছে। অনেকে বলছেন, নালা ও খালে প্রতিবন্ধকতা থাকায় এই জলাবদ্ধতা। আবার পানিবদ্ধ হবার কারণে এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতা প্রকল্পের আওতায় অনেক স্থানে নালা-নর্দমার কাজ চলছে, ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। প্রিয় শহরটি পরিণত হচ্ছে মরণফাঁদে। এসময়গুলোতে ঘটছে কোনো না কোনো ছোট বড় দুর্ঘটনা। নগরীর নামকরা একটি হাসপাতালের ভেতরে দেখা যায় প্রায় হাঁটু সমান পানি। চিকিৎসা নিতে গিয়ে যদি মানুষ আরো অসুস্থই হয়ে যায়, তবে দুর্ভোগের আর সীমা থাকে না। চাকতাই খালকে একসময় চট্টগ্রামের দুঃখ বলা হত। এখন সেই দুঃখ ছড়িয়ে গেছে পুরো শহরব্যাপী। বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেও নগরবাসীর মিলছে না কোনো সুফল।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।