ডেস্ক নিউজ:
তামাক আমাদের স্বাস্থ্য ও চাষাবাদের জমির জন্য খুব ক্ষতিকর। তামাক চাষে জমির উর্ব্বরতা নষ্ট হয় । তামাক চাষ পরিহার করতে হবে ।দেশের এই ক্লান্তিলগ্নে কোন জায়গা খালি রাখা যাবেনা। প্রতি কেজি সার উৎপাদনে ৮০ টাকা খরচ হয়। সরকার ভর্তুকি দিয়ে ২৫ টাকায় কৃষকের হাতে সার তুলে দিচ্ছেন। চাষাবাদ করে দেশে চাহিদা পূরনে অগ্রনি ভুমিকা রাখার জন্য সরকার এ ভর্তুকি দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ভোজ্য তেল সহ বিশ্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য দিন দিন সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। স্বাস্থ্য বিধরা বলছেন, সয়াবিন তেল আমাদের মানব দেহের জন্য ক্ষতিকর । পর নির্ভরশিলতা কমিয়ে সয়াবিন তেল পরিহার করতে হবে। আশ পাশের পরিত্যক্ত জায়গায় সরিষা আবাদ করে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্দৃত সরিষা বিক্রি করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হতে হবে। মাটিরাঙ্গার জমি সব্জি চাষের জন্য খুবই উপযোগি। তামাকের পারিবর্তে সব্জি চাষ করলে লোকাল চাহিদা মিটিয়ে মিটিয়ে জেলার বাহির বিক্রি করা যাবে। কৃষি অফিসার গন আপনাদের যে কোন প্রয়াজনে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৩ নভেম্বর শনিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে
২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসমে সরিষা,ভুট্ট ও সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূলে সার ও বীজ বিতরণ কালে তিনি এসব বলেন।
এসময় মোট ৬শ জন কৃষকের মধ্যে ৪শ জনকে জন প্রতি ১কেজি সরিষা বীজ ,১০কেজি এসওপি ১০ কেজি ডিএসপি সার,১৫০ জন কৃষকের মাঝে ২ কেজি ভূট্টা বীজ ১০কেজি এসওপি ২০ কেজি ডিএসপি সার এং ৫০ জন কৃষকের মাঝে ১কেজি করে সূর্যমুখি বীজ ১০কেজি এসওপি ১০ কেজি ডিএসপি সার বিতরণ করা হয়েছে।
এতে মাটিরাঙ্গা উপজেল কৃষি অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা অংকর বিশ্বাস, মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমিত বণিক এবং অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি উপ সহকারি কর্মকর্তা ,আমির হোসেন ,আমজাদ হোসেন ,জয়নাল আবদিনসহ সাংবাদিক, কৃষক অনেকেই।
Leave a Reply