নিজেস্ব গ্রতিবেদক: জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষে দুর্গম পার্বত্যাঞ্চলে দালালের দৌরাত্ম ও নাগরিকদের খরচ কমাতে “মাটির কাছে মানুষের কাছে” স্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চালু করা হয়েছে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম।
দেশে দ্বিতীয় ও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাতে প্রথম এই সেবাটি গত ৭ অক্টোবর ২০২৩ চালু করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
এই সেবার আওতায় শনিবার ২১ অক্টোবর ২০২৩ মাটিরাঙ্গা পৌরসভা হল রুমে বাইল্যাছড়ি ও মাটিরাঙ্গা মৌজার গ্রাহকদের মাঝে দিন ব্যাপী সেবা প্রদান করা হয়েছ।
জানা যায়, মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) নিজ উদ্যোগ এ পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌর সভার ৫শতাধীক গ্রাহককে সেবা প্রদান করেছেন। সেবা দানের মধ্যে নামজারী মামলার শুনানী, জমাবন্ধী নকল সর্বরাহ, রেকর্ড সংশোধনসহ জটিল সমস্যার পরামর্শ প্রদান করেন তিনি।
মাটিরাঙ্গা মৌজার সেবা গ্রহিতা স্বপ্ন বনিক সন্তোস প্রকাশ করে বলেন, এমন সেবা চালু করায় আমাদের অনেক উপকার হয়েছে। দিনের পর দিন ভূমি অফিসে দৌড়াতে হয় না। নিয়মিত প্রতারণার শিকার হতে হয়না।
অপর এক সেবা গ্রহিতা বলেন, কোন মধ্যস্থতা ও হয়রানি ছাড়াই আমরা সেবা পাচ্ছি। আগামীতেও এমন সেবা অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, দুর্গম পাহাড়ের সাধারণ মানুষের দুর্ভোগ তথা দালালের দৌরাত্ম ও নাগরিকদের খরচ কমাতে এবং জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এই ভ্রাম্যমাণ ভূমিসেবা চালু করা হয়েছে। এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply