নিজেস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি জোলার দীঘিনালায় রাহুল কর্মকার (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারনা গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
আজ (বুধবার) বোয়ালখালি (সদর) ইউনিয়নের সুধীর মেম্বার পাড়ায় সকাল ৯টায় পাকা সড়কের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে সনাক্ত করা হয়। একাদিক সূত্রে জানা যায় যে,
নিহত রাহুল সুধীর মেম্বার পাড়ার মৃত তপন কর্মকারের ছেলে। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ইব্রাহিম কালু জানান, নিহতের পিছনদিকে মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।