নিজেস্ব প্রতিনিধি: বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিলের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বুধবার (১১ সেপ্টেম্বর)২০২৪ জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
তিনি বলেন, পার্বত্য শাসনবিধি ১৯০০ আইনের কারনে নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে পিছিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলের বাঙালি পরিবারগুলো। পার্বত্য শাসনবিধি ১৯০০ আইনের বরাতে উপজাতি পরিবারগুলো রাষ্ট্রীয় যেসব সুযোগ সুবিধা পাচ্ছে, বাঙালি পরিবারগুলো তা পাচ্ছে না। বর্তমানে পার্বত্য চট্টগ্রামকে খ্রিষ্টান অধ্যুষিত রাষ্ট্রে পরিণত করার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রে লিপ্ত থাকা ব্যক্তি গোষ্ঠীদের অন্যতম অনুসঙ্গ হলো, উপজাতীয় কিছু নেতা, তাদের দিয়ে পার্বত্য শাসনবিধি-১৯০০ আইন বহাল রাখার জন্য দিব্বি আন্দোলন চালিয়ে যাচ্ছে।’
কাজী মো. মজিবর রহমান বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমাদের জাতীয় সংবিধানের মাধ্যমে। যেখানে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত সব জনগণের মৌলিক অধিকার ও মান-মর্যাদাসহ সব ধরনের অধিকার সংরক্ষণ করা হয়েছে। অথচ পার্বত্য চট্টগ্রামে ১৯০০ সালের শাসনবিধি আইন বলবৎ রেখে এ অঞ্চলে বাংলাদেশের সংবিধানের শাসন খর্ব করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে ১৯০০ সালের শাসনবিধি আইন এ অঞ্চলে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর সকল ধরনের রাষ্ট্রিয় সংবিধানিক অধিকার হইতে বঞ্চিত করেছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালীদের সঙ্গে চরম বৈষম্য সৃষ্টির অন্যতম কারন পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ আইন।
তিনি সংবাদ সম্মেলন এর মাধ্যমে, বৈষম্যহীন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর সমান অধিকার প্রতিষ্ঠা নিশ্চত করতে এবং বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল করার জন্য বর্তমান সরকার এর নিকট জোর দাবি জানান।
Leave a Reply