নিজেস্ব প্রতিবেদক কালিগঞ্জ গাজীপুর : বাহাদুর শাদী ইউনিয়নের ঈশ্বরপুর বাজার এলাকায় মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপে গত ২১ শে জানুয়ারি ২০২৫ মঙ্গলবার ঈশ্বরপুর গ্রামের নজরুল গ্রুপ এবং বাশাইর গ্রামের তোফাজ্জল গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য এবং মাদকের ভাগ বাটোয়ারা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরবর্তীতে কোপাকুপিতে পরিণত হয়। নাম প্রকাশে অনীহা জানিয়ে একাদিক ব্যক্তির বক্তব্য মতে জানাযায় যে, নজরুল বাহাদুর সাদি ইউনিয়নের প্রভাবশালী ইয়াবা ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের মতে বাহাদুর শাদী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ এর মদদে মাদক ব্যবসা,জোয়া খেলা,চাঁদাবাজি, দখল ইত্যাদি পরিচালনা করাসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায় এই নজরুল এবং তার সহযোগীরা। প্রত্যক্ষদর্শীদের মতে, নজরুলের পিতা মরহুম হারুন ওরফে হারুন পাগলাও নামকরা মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ঘটনার ভুক্তভোগী তোফাজ্জল গ্রুপের তোফা এবং পারভেজকে মঙ্গলবার সাবেক যুবদল সভাপতি ইউসুফের নির্দেশক্রমে মারাত্মকভাবে কুপিয়ে যখম করে এই নজরুল এবং তার সহযোগীরা। তোফাজ্জল বাশাইর গ্রামের ১ নং ওয়ার্ডের মৃত আহমেদের ছেলে এবং পারভেজ ৪ নং ওয়ার্ডের মৃত চান মিয়ার ছেলে। তারা বর্তমানে জামালপুর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
Leave a Reply