নিজেস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন (৪৭) কে ফিলিম ষ্ট্যালে মাথায় ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেন একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
জানা যায় অদ্য ২৫ শে জানুয়ারী ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার দুপুর প্রায় ১২.৫০ ঘটিকায় প্রধান শিক্ষক ইকবাল হোসেন ৭ম শ্রেনীর পাঠদান শেষে তাহার অফিস কক্ষে অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন। তখনই অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রধান শিক্ষকের কক্ষে একহাতে একটি ইট ও অন্য হাতে একটি দরখাস্ত নিয়ে ফিল্মি ষ্ট্যালে প্রবেশ করেন। তিনি তাহার (প্রধান শিক্ষক) সামনে গিয়ে দরখাস্তটিতে স্বাক্ষর করে ছুটি মন্জুর করতে বলেন। প্রধান শিক্ষক বলেন আপনি বিনা অনুমতি বা কাউকে কিছু না জানিয়ে ও দরখাস্ত ছাড়া ৩ দিন ছুটি কাটিয়ে আসছেন এই ছুটির দরখাস্ত আমি গ্রহন করতে পারবোনা। আপনি স্কুল পরিচালনা কমিটিকে বলেন তাহারা বললে আমি গ্রহন করব। এই কথা বলায় সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রধান শিক্ষক ইকবাল হোসেন এর উপর ক্ষিপ্ত হইয়া তাহাকে মেরে ফেলার উদ্দেশ্য মাথায় স্বজোরে ইট দিয়ে আঘাত করেন বলে জানা যায়।
এই বিষয়ে প্রত্যক্ষদশী স্কুলের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান বলেন, আমি শ্রেনী কক্ষে পাঠদানে ব্যস্ত ছিলাম ক্লাস থেকে ইকবাল স্যারের চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে আমি স্যারের কক্ষে গেলে দেখি সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্যার, প্রধান শিক্ষক ইকবাল স্যারের মাথায় ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছে তখন স্যারের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল ৷ স্যারের চিৎকার শুনে অএ স্কুলের দপ্তরী অনিল বিকাশ এিপুরাসহ অন্যান্য শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা এসে স্যারকে ধরাধরি করে ৪০ বিজিবি এমআই রুমে নিয়ে সাময়িক চিকিৎসা দিই পরর্বতীতে ক্ষতস্থানে সেলাই ও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য উপজেলা সদর হাসপাতাল নিয়ে আসি।
স্কুলের দপ্তরি অনিল বিকাশ এিপুরা বলেন সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্যার গত ৩দিন যাবত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন আজকে স্কুল এসে হেড স্যারকে ছুটির দরখাস্ত দিলে স্যার গ্রহন না করলে তখন সে স্যারকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। তিনি আরো জানান সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্যার ইত:পুর্বেও স্যারের সঙ্গে একাদিক বার খারাব আচারন ও হুমকি দমকি প্রদান করেন। স্কুল পরিচালনা কমিটি জানলেও কোন ব্যবস্থা গ্রহন করেননি।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন স্যারকে জিজ্ঞেসাবাদে তিনি বলেন এ বিষয়ে অভিযোগ হলে তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply