নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন মানিকছড়ি মুসলিম পাড়া গুচ্ছ গ্রামের মেধাবী তরুনী জান্নাতুল ফেরদৌস আনিকা এবার রাঙ্গামাটি মেডিকেল কলেজে মেধা তালিকায় পড়াশুনার সুযোগ পেয়েছেন মানিকছড়ি মুসলিম পাড়া গুচ্ছগ্রামবাসী মোঃ জহিরুল হকের বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস আনিকা ২০২৪/২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরো উপজেলাতে সারা ফেলে দিয়েছে। উল্লেখ্য যে, গুচ্ছগ্রাম থেকে এই প্রথম কোন তরুণী মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন।
পাহাড়ের এই অদম্য মেধাবী তরুণী আনিকা মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুল থেকে PSC তে গোল্ডেন A+ নিয়ে উত্তীর্ণ হয়, মাধ্যমিক পর্যায়ে ভর্তি হয় মহালছড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজে সেখানেও SSC গোল্ডেন A+ নিয়ে পরিবারের ও গুচ্ছগ্রামের মুখ উজ্জল করেন। সর্বশেষ সে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে থেকে HSC তে গোল্ডেন A+ নিয়ে গত (১৭ জানুয়ারী) শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষার অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন।
এ বিষয়ে আনিকার সাথে কথা বললে সে জানায়, পার্বত্য অঞ্চলে চিকিৎসা সেবায় পিছয়ে পরা জনগোষ্ঠীর জন্য কাজ করা তার ইচ্ছা রয়েছে। ছোট বেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন লালন পালন করে অক্রান্ত পরিশ্রম দ্ধারা এই সাফল্য অর্জন করেছি। বাবা-মায়ের সর্বচ্ছ চেষ্টায় আমার স্বপ্ন পুরনের পথ তৈরি হয়েছে। সে তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।