নিজস্ব প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সাপমারা এলাকায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গাড়ী চালক ও হেলপার চারজন আহত হয়েছে।
রবিবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ দিকে আলুটিলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মাহি এন্টার প্রাইজ নামে একটি কাভার্ডভ্যান পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম থেকে আসা খাগড়াছড়ি গামী বি আর টি সি বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ীর চালক ও হেলপার আহত হয়। স্হানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান। এ সময় যাত্রীবাহী বাসে ৪০জন যাত্রী থাকলেও তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।