নিজেস্ব প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ৫ নং বেলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড খেদাছড়া (আম বাগান) এলাকায় সুমাইয়া আক্তার সেতু (১৪) কে নীজ বাড়িতে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার দুলা ভাই সাগরের বিরুদ্ধে।
১৬ জানুয়ারী সোমবার রাতে এ গঠনা গটে।
কি কারণে এ গঠনা গটে সু নিদিষ্ট করে কেউ বলতে না পারলেও গঠনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত দুলা ভাই সাগর। সে মাটিরাঙ্গা পৌর সভার ২নং ওয়ার্ড নবী নগরের আলী আকবরের ছেলে।
জানা গেছে, গঠনার সময় সেতুর মা পাশের বাড়িতে ছিল। সেতু ঘরে একাছিল।
সুমাইয়া আক্তার সেতু স্থানীয় মুক্তি যোদ্ধা আব্দুর রহমান এর মেয়ে । মাতা রানী বেগম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ আমজাদ হোসেন (তদন্ত ) বলেন , গতকাল রাতে মাটিরাঙ্গা থানার বেলছড়ির আমবাগান এলাকায় হত্যাকান্ডের খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থল হতে লাশ উদ্ধার করেছে। পরবর্তী পদক্ষেপ গ্রহনে আইনি কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি মোটর সাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে ।
নিউজ চলবে।
১৭ জানুয়ারী/২০২৩
Leave a Reply