নিজেস্ব প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
২৮ মে ২০২৩ ইং সোমবার সকাল ১১টার দিকে বেলছড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব, মো: রহমত উল্লাহর সভাপতিত্বে জনাব, নাজমুল হাসান (সচিব) ৫নং বেলছড়ি ইউনিয়ন পরিষদ এর সঞ্চালনায় বেলছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উম্মুক্ত এই বাজেট প্রকাশ্যে সভা/অনুষ্ঠানে ঘোষনা করা হয়। একই সাথে বাজেট সম্পকৃত সকল তথ্য ৫ নং বেলছড়ি ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট E-mail: belchhariup23 @gmail.com প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বাজেট এর সার সংক্ষেপ মতে ২০২৩-২০২৪ অর্থবছরের পরিষদের নিজস্ব আয়= ১১,৫০,০০০/-
২০২৩-২০২৪ অর্থবছরের পরিষদের নিজস্ব ব্যয়= ১১,২৬,৫০০/-
উদ্বৃত্ত = ২৩,৫০০/-
২০২৩-২০২৪ অর্থবছরের উন্নয়ন অনুদান/প্রাপ্তি = ৮৪,৫২,০০০/-
২০২৩-২০২৪ অর্থবছরের উন্নয়ন অনুদান/ব্যয় = ৮৪,২০,০০০/-
উদ্বৃত্ত = ৩২,০০০/-
২০২৩-২০২৪ অর্থবছরের নিজস্ব/উন্নয়ন সর্বমোট প্রাপ্তি = ৯৬,০২,০০০/-
২০২৩-২০২৪ অর্থবছরের নিজস্ব/উন্নয়ন সর্বমোট ব্যয় = ৯৫,৪৬,৫০০/-
উদ্বৃত্ত তহবিল নিজস্ব/উন্নয়ন = ৫৫,৫০০/-
উন্মুক্ত বাজেট ঘোষনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব, মো:রফিকুল ইসলাম (চেয়ারম্যান) মাটিরাঙ্গা উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব, মো: দেলোয়ার হোসেন সাবেক ভাইস চেয়ারম্যান মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও ৫ নং বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানগণ অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, মোঃ আমির হোসেন ৪ নং ওয়ার্ড মেম্বার, জনাব মোহাম্মদ টিপু সুলতান ১ নং ওয়ার্ড মেম্বার, জনাব, মোঃ আল-আমিন ২ নং ওয়ার্ড মেম্বার জনাব মোঃ কামাল হোসেন, ৯ নং ওয়ার্ড মেম্বারসহ অন্যান মেম্বার, মহিলা মেম্বার ও মিডিয়া কর্মী/সাংবাদিক, মানবাধিকার কর্মীগণ।
বক্তাগণ সম্মিলিত প্রচেষ্টায় এই বাজেট বাস্তবায়ন করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।