নিজেস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা তবলছড়িতে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব খাতের আওতায় ধান প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত রবিবার (৩০ এপ্রিল) বিকাল বেলা তবলছড়ির বড়বিল ব্লক মিলন কার্বারি পাড়ায় মাঠ দিবসের আয়োজন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মুস্তফিহুর রহমানে সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা বাশিরুল আলম।
অঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড সদস্য আবুল হাশেম, মিলন কুমার ত্রিপুরা কার্বারি, কৃষি উপ সহকারি নুর মোহাম্মদ, আলী হায়দার, মো:রফিক মিয়া, ফখরুদ্দিন, আবুল হোসেন আকন্দ, প্রকাশ ত্রিপুরা,শাকিল আহম্মেদ ও এলাকার কৃষান কৃষাণিগন উপস্থিত ছিলেন। মাঠ দিবসে ব্রি ২৮ এর রোগপ্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তা চাষে নিরুৎসাহিত করা হয় এবং জিংক সমবৃদ্ধ ব্রি ধান ৮৪ চাষে কৃষকদের উৎসাহিত করা হয়।
Leave a Reply