খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ ২০২৫) বিকেল ৫ টায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার নতুন পাড়া কারী মিয়া ক্বেরাতুল কুরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানায় আয়োজন সম্পন্ন হয়।
নতুন পাড়া মাদ্রাসার সভাপতি জনাব, মো. হাবিল মিয়া সদ্দারের সভাপতিত্বে আব্দুল ওহাব সরকার (সাধারন সম্পাদক) এর সঞ্চালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আব্দুল লতিফ, জনাব প্রশান্ত কুমার এিপুরা, জনাব মো. শহিদুল ইসলাম সুমন সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদ। জনাব, মো. আব্দুর রহিম (সাধারন সম্পাদক) নতুন পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি, দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. মুফতি আব্দুল হান্নান জুলফিকার (ইমাম ও খতিব) নতুন পাড়া জামে মসজিদ। আরও উপস্থিত ছিলেন নতুন পাড়া হেফজখানা ও এতিমখানা ছাএ/ছাএী, বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়ার সাংবাদিকগণ, বন্ধু জুনিয়র মাটিরাঙ্গা উপজেলা শাখার কর্মীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই মাহফিলকে কেন্দ্র করে সকল সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
Leave a Reply