বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার (১৮ আগষ্ট) বিকেলে মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের হল রুমে ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে ০৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট আফছার হোসেন রনি, সাধারণ সম্পাদক হিসেবে এ এম ফাহাদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মাসুদুল হককে মনোনীত করা হয়। এছাড়া ৭ সদস্যের আংশিক কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মোঃ মাসুদ রানা, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসানুর রহমান, সম্মানিত সদস্য মোঃ সালাউদ্দিন। শিগগিরই জরুরি সভার মাধ্যমে গঠিত হবে মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি। বক্তব্যে নতুন কমিটির সভাপতি অ্যাডভোকেট আফছার হোসেন রনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা আমরা বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা সহ জনগনের কল্যানে কাজ করে যাব। সাধারণ সম্পাদক এ এম ফাহাদ বলেন, বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করে আজ থেকে সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন। যারা দেশ ও জনগণের কল্যানে কাজ করবে। কোন প্রকার চাটুকারিতা থাকবেনা।
Leave a Reply