যামিনী পাড়া ২৩ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজেস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় উৎসবমুখর পরিবেশে (২৩ বিজিবি) যামিনী পাড়া ব্যাটালিয়ন এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৭ এপ্রিল ২০২৩ দুপুরে কেক কাটা ও বিশেষ মোনাজাত শেষে ব্যাটালিয়ন সদর এর অধীনস্থ সকল বিওপি/ক্যাম্পে প্রীতিভোজের আয়োজন করা হয়।
সন্ধ্যায় ব্যাটালিয়ন সদরে নিজস্ব ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান, বিজিবিএম, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম।
উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে গুইমারা সেনা রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডারসহ ব্যাটালিয়নের আমন্ত্রিত অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply