নিজেস্ব সংবাদাতা
গ্রামীণ পর্যায়ে ব্যবসার পরিবেশ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি লক্ষে খাগড়াছড়ির রামগড়ে মডেল বাজার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার(২ মার্চ ) দুপুরে দিকে নবনির্মিত ভবন উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
উদ্বোধন শেষে বাজার পরিচালনা কমিটি ও স্হানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি নবনির্মিত ভবনের চারপাশ ঘুরে ঘুরে দেখেন।
এসব বাজার নির্মাণ হলে কৃষি ও অকৃষি পণ্যের বাজারজাতকরণের সুবিধা বৃদ্ধি পাবে। গ্রাম পর্যায়ে ব্যবসার উন্নত পরিবেশ সৃষ্টি এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি সরকারি নীতিমালা অনুযায়ী নবনির্মিত ভবনের বিভিন্ন অংশের ইজারা প্রদান করবে।
১হাজার ৭৩০ কোটি টাকা ব্যয়ে ৪৯১টি উপজেলায় চার তলা বিশিষ্ট ৪ হাজার থেকে ১০ হাজার বর্গফুট আয়তনের মোট ৫২০টি মডেল গ্রামীণ বাজার নির্মাণের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
চার তলা ফাইনডেশনের প্রতিটি গ্রামীন বাজারে একক ভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য প্রশান্ত ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য অধ্যাপক আ:লতিফ, বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,গণমাধ্যমকর্মীসহ স্হানীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ।
Leave a Reply