নিজেস্ব প্রতিনিধি: বান্দরবন জেলা রুমা উপজেলা সেনা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।
অদ্য ১১ ই অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় এই অনুষ্ঠান পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন (পিএসসি) এ সময় আরো উপস্থিত ছিলেন রুমা জোনের জোনাল স্টাফ অফিসার মো: রাওহাতুল ইসলাম রায়হান, ক্যাপ্টেন জনাব, রাফিদ করিম, রুমা অগ্র বংশ অনাথালয় পরিচালক ও আশ্রম পাড়া বিহার অধ্যক্ষ শ্রদ্ধেয় Naindiya Monk ভান্তে, মিডিয়ার সাংবাদিক বৃন্দ,শিক্ষার্থী ও অভিভাবকগণ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ক. ম আরাফাত আমিন (পিএসসি) বলেন, পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া জীবন যাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রুমা উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার সাহেব উপস্থিত সকলকে অবহিত করেন।
Leave a Reply