প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৩, ৫:৩২ পি.এম
সিন্দুকছড়ি জোন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।
- সিন্দুকছড়ি জোন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।
নিজেস্ব প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের আয়োজনে ১৯ শে জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৩টায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় বড়পিলাক স্পটিং ক্লাব এবং রানারআপ হয় শেখ রাসেল স্মৃতি সংসদ।
টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ গ্রহন করেন বলে কমিটি সূত্রে জানা যায়। গ্রুপ পর্বের মাধ্যমে ফাইনালে মুখোমুখি হয় শেখ রাসেল স্মৃতি সংসদ বনাম বড়পিলাক স্পটিং ক্লাব। এসময় প্রধান অতিথি ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। এছাড়াও জোনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে শেখ রাসেল স্মৃতি সংসদ। দলটি ১০ ওভারে দলীয় রান ৮২ সংগ্রহ করে। প্রতিপক্ষের দেওয়া ৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বড়পিলাক স্পটিং ক্লাব ৮ ওভার খেলে ম্যাচ জিতে যায়। এ খেলায় অ্যাম্পায়ারের দায়িত্বে ছিলেন, স্থানীয় অভিজ্ঞ অ্যাম্পায়ার জয়নাল আবেদীন।
সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দল বড়পিলাক স্পটিং ক্লাব এবং রানারআপ দল শেখ রাসেল স্মৃতি সংসদের হাতে ট্রফি তুলে দেন জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি জি। এসময় তিনি বলেন, খেলা ধুলার মাধ্যমে শরীর এবং মন ফ্রেশ থাকে এবং খেলা ধুলার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করা যায়। তাই সকল শ্রেনী পেশার লোক জনদের খেলাধুলায় আগ্রহ হওয়ার পরমর্শ দিয়ে টুর্ণামেন্টের আয়োজন সমাপ্তি ঘোষণা করেন।
তাং: ১৯ জানুয়ারী/২০২৩
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত