নিজেস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তী বলেছেন,২০৪০ সালে স্মার্ট বাংলাদেশের চালক হবে আজকের শিশুরাই। শিশুদের দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। জানতে হবে সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই জাতির শ্রেষ্ঠ সম্পদ। শিশুদের ভবিষ্যত ভাল করতে হলে তাদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৮মে ) বেলা ১১টায় উপজেলা সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা মেডিকেল অফিসার ডা: আহম্মেদ মুহসিন মেহেদী,উপজেলা সমবায় অফিসার আমান উল্লাহ খান,উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিন হেলাল,মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আমজাদ হোসেন ।
বক্তারা বঙ্গবন্ধুর কৃতিত্ব ও স্বাধীনতা এবং জুলি ও কুরি জীবনী নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত ইসতিয়াক আহমেদ, আইসিটি কর্মকর্তা,রাজিব রায় চেধৈুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি,স্কুলের শিক্ষক ও ছাত্র/ছাত্রীগনগন ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply