নিজেস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা আজ সোমবার (২৪মার্চ, ২০২৫খ্রি.) বিকেলে আকস্মিকভাবে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরাসহ অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্টরা।
চেয়ারম্যান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের চিকিৎসাসেবা, স্বাস্থ্যসুবিধা ও ভোগান্তির বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের কার্যক্রম ও বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে অবগত হন।
এসময় হাসপাতালের জনবল ও চিকিৎসক সংকট, অপার্যাপ্ত জায়গার অভাব, রোগী পরিবহনে এ্যামবুলেন্স সংকট এবং নতুন ভবন অনুমোদনের জটিলতার বিষয়টি উঠে আসে। জানা যায়, হাসপাতালের জন্য নতুন ভবনের নকশা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো অনুমোদন মেলেনি।
চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এসব সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
Leave a Reply