ডেস্ক নিউজ:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় উপজেলা পরিষদের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাটিনাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার তৃলা দেব।
বুধবার (১০ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটেরিয়াম কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ গ্রহন করেন,মাটিরাঙ্গা উপজেলা ডাকঘর,সোনালী ব্যাংক লি: পল্লী উন্নয়ন বোর্ড,পল্লী সঞ্চয় ব্যাংক, সমবায় কার্যালয়,ডিজিটাল সেন্টার, সকল শিক্ষাপ্রতিষ্ঠান, মহিলা সংস্থা, মহিলা বিয়ষক কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, শিক্ষা অফিস, সমাজসেবা কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ পুলিশ মাটিরাঙ্গা থানা, ভূমি অফিস, নির্বাচন অফিস ও উপজেলার সকল ইউনিয়ন, ডিজিটাল সেন্টারসহ মোট ১৮টি প্রতিষ্ঠান। উদ্ভাবনী ক্ষমতা মূল্যায়ন সাপেক্ষে পরর্তীতে ১ম,২য় ও ৩য় স্থান অর্জন কারীদেরকে পুরুষ্কৃত করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি বেলছড়ি ইউপি চেয়ারম্যান রহমত উল্লাহ। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাসিন বিল্লাহ ও সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারি এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এক দিনব্যাপি এই ডিজিটাল মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সর্বপরি বিভিন্ন দিক নিদের্শনা দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply