1. info@www.parbotto.com : পার্বত্য : পার্বত্য পার্বত্য
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসবের সূচনায় মাতাই পুখিরীতে লক্ষাধিক মানুষের ঢল। খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে বৈসু উৎসব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৈসু,সাংগ্রাই,বিঝু( বৈসাবি) পাহাড়ের প্রাণের উৎসব জিরুনা ত্রিপুরা (চেয়ারম্যান) খাগড়াছড়ি জেলা পরিষদ।  পত্রিব ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বেলছড়ি ইউনিয়ন বিএনপির (যুগ্ম-সাধারণ সম্পাদক) মো. মিজানুর রহমান।  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ (চেয়ারম্যান), জনাব, জিরুনা এিপুরা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ এর সদস্য জনাব,  মনজিলা সুলতানা ঝুমা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ (সদস্য) জনাব, প্রশান্ত কুমার এিপুরা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ (সদস্য) জনাব, মো. সহিদুল ইসলাম সুমন। পার্বত্য দৈনিক এর সকল শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আফছার হোসেন রনি (চেয়ারম্যান) দৈনিক পার্বত্য মাটিরাঙ্গায় সেই বিপুলের ঘুষ বাণিজ্য প্রশাসন নিরব?
শিরোনাম:
খাগড়াছড়ির আলুটিলা পূর্নবাসনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জিরুনা ত্রিপুরা। আলুটিলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাগড়াছড়ি রিজিয়নের টিন ও আর্থিক সহায়তা প্রদান। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসবের সূচনায় মাতাই পুখিরীতে লক্ষাধিক মানুষের ঢল। খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে বৈসু উৎসব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৩৬ টাকায় ধান ৪৯ টাকায় সেদ্ধ চাল ও ৩৬ টাকায় গম কিনবে সরকার। বৈসু,সাংগ্রাই,বিঝু( বৈসাবি) পাহাড়ের প্রাণের উৎসব জিরুনা ত্রিপুরা (চেয়ারম্যান) খাগড়াছড়ি জেলা পরিষদ।  বৈসু উপলক্ষে খাগড়াছড়ির ঠাকুরছড়ায় ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করলেন জিরুনা ত্রিপুরা চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা পরিষদ। পত্রিব ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বেলছড়ি ইউনিয়ন বিএনপির (যুগ্ম-সাধারণ সম্পাদক) মো. মিজানুর রহমান।  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ (চেয়ারম্যান), জনাব, জিরুনা এিপুরা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ এর সদস্য জনাব,  মনজিলা সুলতানা ঝুমা।

অন্ত:সত্বা অসহায় মা‌য়ের চিকিৎসার জন‌্য মান‌বিক সাহা‌য্যের আ‌বেদন।

  • প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫১০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ: খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলার মা‌টিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড আজম পাড়া (কান্ত কারবা‌রি পাড়া) গ্রা‌মের বা‌সিন্দা ২ সন্তা‌নের জননী ৬সা‌সের অন্তসত্বা গিতা চাকমা (৩৮) কিডনি, হার্ট এবং উচ্চ রক্তচাপ আক্রান্ত হ‌য়ে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌মপ্লে‌ক্সে ভ‌র্তি হন। অবস্থার অবন‌তি হ‌লে খাগড়াছ‌ড়ি সদর হাসপাতা‌লে ( ম‌হিলা ওয়ার্ড-৪ ) স্থানান্ত‌রিত করা হয় সৃ‌ষ্টি জগ‌তে রোগ আ‌ছে এবং তা থেকে মুক্তির উপায় আছে, কিন্তু তার জন্য প্রয়োজন সময় মতো চিকিৎসা। চিকিৎস‌্যা জন‌্য দরকার অর্থের। চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ায় বহু রোগী অকা‌লে আদ‌রের সন্তান কে এ‌তিম ক‌রে পু‌থিবীর মায়া ত‌্যাগ ক‌রে প‌রিবার প‌রিজন‌কে পর ক‌রে পা‌ড়ি জমায় জীব‌নের অ‌ন্তিম পা‌ড়ে। তাই সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই যদি সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেত অনেক প্রাণ। তেম‌নি একজন দ‌রিদ্র মা কিডনি, হার্ট এবং উচ্চ রক্তচাপ আক্রান্ত হ‌য়ে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌মপ্লে‌ক্সে ভ‌র্তি হন। অবস্থার অবন‌তি হ‌লে খাগড়াছ‌ড়ি সদর হাসপাতা‌লে( ম‌হিলা ওয়ার্ড-৪ ) স্থানান্ত‌রিত করা হয় ২ সন্তা‌নের জননী ৬ মাসের অন্তসত্বা মা গিতা চাকমা (৩৮) কে । সরেজ‌মি‌নে প‌রিদর্শনে দেখা যায়, গীতা চাকমার স্বামী ভ‌ূমিহীন এক জন দিন মুজুর। দিন আ‌নে দিন খায় । অ‌ন্যের দেয়া দরজাবিহীন বেড়ার ঘ‌রে বাস ক‌রেন। টাকার অভা‌বে দুই ছে‌লের পড়া লেখা বন্ধ হ‌য়ে‌ছে। যে বয়‌সে ছে‌লেরা বিদ‌্যাল‌য়ে পড়‌লেখা নি‌য়ে ব‌্যস্ত থাকার কথা ‌,সে বয়‌সে মানু‌ষের বা‌ড়ি‌তে কাজ কর‌তে হ‌চ্ছে। এটাই কি নিয়‌তি। ভূ‌মিহীন দ‌রিদ্র শুক্রধন চাকমার স্ত্রীর চিকিৎসায় সহায় সম্ভল যা ছিল সব শেষ ক‌রে‌ছে। এলাকার লোক জ‌ন সহ‌যো‌গিতা ক‌রে‌ হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে‌ছে। এখন সন্তান নি‌য়ে এক রকম প‌থের ভিকারী। নুন আন‌তে পনতা পুরায়। এরই মা‌ঝে স্ত্রীর চিকিৎসা খরচ বহন করা কোন ভা‌বেই সম্ভব নয়। তাই সমা‌জের বিত্তবান‌দের নিকট মান‌বিক সাহা‌য্যে আ‌বেন কর‌ছেন গিতা চাকমার স্বামী শুক্রধন চাকমা। ‌গিতা চাকমার স্বামী ব‌লেন, আমি একজন দিনমজুর মানুষ। আমার ২সন্তান আছে। সারাদিনের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে কোন রকমের আমার সংসার চলে। আমার স্ত্রীর চিকিৎস‌ার জন‌্য ২ লাখ টাকার প্রয়োজন। যা আমার প‌ক্ষে জোগার করা সম্ভব নয়। তাই তার সুচিকিৎসার জন্য সরকার এবং সব শ্রেণির হৃদয়বান ব‌্যক্তি‌দের নিকট জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানাচ্ছি।

প্রতিবে‌শি উপেন্দ্র চাকমা ব‌লেন, আমা‌দের পাড়ায় ২৫‌টি প‌রিবার র‌য়ে‌ছে। সব‌চে‌য়ে দ‌রিদ্র শুক্রধন চাকমা। আ‌মিও গ‌রিব মানুষ। তা‌কে আম‌ি থাকার জায়গা দি‌য়ে‌ছি। গীতা চাকমার চিকিৎস‌্যার জন‌্য ২ হাজার একশত টাকা পাড়া থে‌কে সংগ্রহ ক‌রে‌ দিয়ে‌ছি। আপনা‌দের মাধ‌্যমে সরকারের কা‌ছে সহ‌যো‌গিতা কামনা কর‌ছি। এলাকার কারবা‌রির (গ্রাম প্রধান)
ব‌লেন ,লোকটা খুবই গ‌রিব। সরকার‌রের কা‌ছে সাহয‌্য আবেদন করা হোক। শু‌নে‌ছি
পৌর সভায় সাহা‌য্যের আ‌বেদন ক‌রে‌ছে ।
স্থানীয় পৌর কাউ‌ন্সিলর আলাউ‌দ্দিন লিটন ব‌লেন, আ‌বেদ‌নের প্রেক্ষি‌তে পৌরসভার থে‌কে পাঁচ হাজার টাকা বরাদ্ধ করা হ‌য়ে‌ছে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
শুক্রধন চাকমা,গিতা চাকমার স্বামী
পার্সানাল বিকাশ /নগন নাম্বার- 01825-663356

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

সর্বশেষ খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক পার্বত্য /// এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট